বকশীগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

উঠান বৈঠকে রিসোর্স পার্সন ছিলেন জামালপুর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

এসময় তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোসনা তানিয়া, সহকারী তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান, রোমানা আফরোজ, ইউপি সদস্য মানিক খান, সাবেক ইউপি সদস্য আব্দুস ছালামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।