জামালপুরে খাদ্যে ভেজালবিরোধী সচেতনতামূলক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: খাদ্যে ভেজালের ফলে নানা ধরনের রোগে দুর্ভোগ সৃষ্টি প্রতিরোধ এবং অকাল মৃত্যুর মিছিল ঠেকাতে ১১ মে জামালপুরে ভেজালবিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

স্বাস্থ্য শিক্ষা ব্যুারোর অর্থায়নে বেসরকারি প্রতিষ্ঠান গ্লোসি মিডিয়ার সহায়তায় সিভিল সার্জন কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবু আব্দুল্লাহ সাফি, নির্বাহী হাকিম আসমাউল হুসনা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র লিপি আক্তার, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম।

শহরের জনবহুল স্থানে সচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ অংশ নেন।

মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

সভায় ভেজাল খাদ্য চিহ্নিতকরণ, ভেজাল খাদ্যের কূফল, ভেজাল খাদ্যের প্রভাব, ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয়, নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কৌশলসহ নানা বিষয়ের ওপর আলোচনা করা হয়।

পরে গ্লোসি মিডিয়ার মাধ্যমে ব্যাপক গণজাগরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের জনবহুল স্থান, বাজার, হোটেল, রেস্তোরাঁ, বেকারির দোকানসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও সংগীত পরিবেশন করা হয়।