জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা

ইফতারের আগে দোয়ায় অংশ নেন অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: রাজনৈতিক সম্প্রীতি উন্নয়নে জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি আওয়ামী লীগনেতা সামিউল আওয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএনপিনেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও বিএনপির ৫০ জন অংশ নেন।

ইফতারের আগে দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা বলেন, রাজনৈতিক সম্প্রীতি ও সহিষ্ণুতার উন্নয়ন, রাজনৈতিক সম্প্রীতি ও সহিষ্ণুতা চর্চা নিশ্চিতকরণে সুশীল সমাজের ভূমিকা, আন্তঃদলীয় রাজনৈতিক সংঘাত হ্রাস করা এবং রাজনৈতিক সংঘাত এড়াতে নেতৃবৃন্দের ইতিবাচক আচরণবিধি প্রণয়ন এবং স্বাক্ষর নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।