জামালপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

লালন স্মরণোৎসব মঞ্চে অতিথিবৃন্দ। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষ্যে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও লালন গানের আয়োজন করে জামালপুর লালন একাডেমি।

জামালপুর লালন একাডেমির সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এছাড়াও পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, লালন সাঁই হিংসা-বিদ্বেষ ভুলে মানুষে মানুষে প্রেমবন্ধনের কথা বলে গেছেন। সত্য, সরল ও সুুপথে চলে মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টাকে খুজে পাওয়ার কথা বলেছেন।

পরে বাউল শিল্পী সমীর বাউল, হামিদা পারভীন ও জামালপুর লালন একাডেমির শিল্পীবৃন্দ গান পরিবেশন করে।