নানা আয়োজনে ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘আমার রক্তে বাঁচবে প্রাণ, করবো না কেনো স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগান সামনে রেখে ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ নামে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, গুণিজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

১৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু অডিটরিয়ামে অনুষ্ঠিত মিলনমেলার উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।

ভালো থাকুন, ভালো রাখুন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফুল হক সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশের সেরা রক্তদাতা জাবেদ নাসিম, সিরাজগঞ্জ বাসিন্দা অন্যতম রক্তদাতা মোশারফ হোসেন, সমাজ কর্মী আরিফ বিল্লাহ, রক্তের বন্ধনের সহসভাপতি সাংবাদিক আসমাউল আাসিফ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সভাপতি ইসমাইল হোসেন রাজু।

মানবাধিকার ও সমাজ কর্মে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। ছবি:বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, শিক্ষায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, স্বাস্থ্য সেবায় সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, মানবাধিকার ও সমাজ কর্মে জাহাঙ্গীর সেলিম, সংগঠক হিসেবে আরিফুল হক সরকার, সেরা রক্তদাতা হিসেবে জাবেদ নাসিম, মোশারফ হোসেন, সামাজিকতায় আরিফ বিল্লাহ, সংগঠন হিসেবে রক্তের বন্ধন ও নেত্রকোণা, ময়মনসিংহ অঞ্চলের দুটি সংগঠন এবং স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মেয়র ছানোয়ার হোসেন স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠনের জন্য একটি অস্থায়ী কার্যালয়সহ সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিথিদের সাথে সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

উল্লেখ, স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় ভূমিকা রাখার লক্ষ নিয়ে ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দুই বছরে সদস্যরা ২০০০ হাজার রোগীকে বিনামূল্যে রক্তদান করেছে বলে জানা যায়। সংগঠনের দুইশ সদস্য এবং ছয় হাজার ফেসবুক সদস্য রয়েছে। জামালপুরসহ ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় সংগঠনের সদস্যরা রক্তদান করে থাকে বলে জানা যায়।