সরিষাবাড়ী ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

ইউএনও উপমা ফারিসা

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও অফিসের সহকারী প্রশাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

২৫ জুন বিকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা গত কয়েকদিন যাবৎ ঠান্ডা, জ্বর ও গলাব্যথায় ভোগছিলেন। তিনি ২৫ জুন করোনার নমুনা পরীক্ষা করাতে দেন। একই দিন তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকেই তিনি হোম আইসোলেশনে আছেন।

এ ব্যাপারে ইউএনও অফিসের সহকারী প্রশাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নির্বাহী কর্মকর্তা করোনা পজিটিভ হবার পর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। হোস আইসোলেশনে থেকেই অফিসের কার্যক্রম তদারকি করছেন।

উল্লেখ্য, উপমা ফারিসা ২০২১ সালের ২৯ আগস্ট সরিষাবাড়ী উপজেলাতে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই ইউএনও হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি।