এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজযাত্রী হজে গমন করতে পারবেন : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, এ বছর বাংলাদেশে থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজযাত্রী হজে গমন করতে পারবেন।

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৩ এপ্রিল মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, আনুপাতিক হারে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটায় আমাদের এ সংখ্যা বরাদ্দ করেছে সৌদি সরকার। ইতিপূর্বে যারা পবিত্র হজে গমনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তারা ক্রম অনুসারে অগ্রাধিকার পাবেন। আমাদের পুরো ব্যবস্থাপনা অটোমেশন করা হয়েছে। প্রাক নিবন্ধন হজযাত্রীগণ পর্যায়ক্রমে হজে গমনের সুযোগ পাবেন।

পার্থশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আঃ কাদের শেখ, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।