বকশীগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

বকশীগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

২০ মার্চ ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টিসিবি পণ্য বিক্রি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসময় এসি ল্যান্ড মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, ইউপি সচিব আব্দুল লতিফ ও ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাধুরপাড়া ও বাট্টাজোড় ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

উল্লেখ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে বকশীগঞ্জ উপজেলার ২৩ হাজার ১৫টি নিম্নআয়ের পরিবারের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।