স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি ইসলামপুর কলেজে আলোচনা সভা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি ইসলামপুর কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি কলেজের মিলনায়তনে আয়োজিত সভায় অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী এস. এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমুখ।

প্রভাষক আহসান হাবিব রাজার সঞ্চালনায় এতে শিক্ষক-শিক্ষিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।