জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা। ১০ ডিসেম্বর বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মীকান্ত পণ্ডিতের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জাতি এক প্রাণ। আমাদের সমঅধিকার মর্যাদা নিশ্চিত করতে হবে। আজ দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেই দিকে সরকারের সু-দৃষ্টি দিতে হবে।