দেওয়ানগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের জৈব সার ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ কৃষক প্রশিক্ষণ সভাকক্ষে উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ সহায়তা, জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি ( জাইকা) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসান রাজু, মাহমুদুল রহমান প্রমুখ।