জামালপুরে এপি নিয়ে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাঝে সম্পাদিত চুক্তিপত্র হস্তান্তর

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাঝে সম্পাদিত চুক্তিপত্র হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: শিশুদের মৌলিক চাহিদা পুরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে এরিয়া প্রোগ্রাম (এপি) নামে ১০ বছর মেয়াদি কর্মসূচি। ৩১ অক্টেবার দুপুরে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের বৃহত্তর বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ এবং দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাঝে এপি নিয়ে সম্পাদিত চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তিপত্র হস্তাস্তর ও অংশিদারিত্ব বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুরে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাঝে সম্পাদিত চুক্তিপত্র হস্তান্তর ও অংশিদারিত্ব বিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মুস্তারী ইভা, পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মিল্টন, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীনুর রহমান, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. মিয়ার উদ্দিন, ব্র্যাক জেলা প্রতিনিধি মুনীর হোসাইন খান, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল প্রমুখ। কর্মসূচির ধারণাপত্র উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সাগর ডি কস্তা ও উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন।

সভা সূত্র জানায়, এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১, ও ১২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ১৯ হাজার ৪৮৬ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশিপ অন্যতম। এরমধ্যে খানা জরিপ, দক্ষতা উন্নয়ন, পরিবেশসম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।