বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৩ অক্টোবর দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুহিনুল হক, মুশফিকুর রহমান, নূর মোহাম্মদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড নির্বাপণ বিষয়ে মহরা দেন।