দেওয়ানগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ

দেওয়ানগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারদের প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই সকালে পৌরসভা থেকে চাল বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। পরে সন্ধ্যা পর্যন্ত চাল বিতরণ করা হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৮১ গরীব ও দুঃস্থ পরিবারদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ বলেন, করোনার কারণে পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী, পরিবহনচালক ও অসহায় পরিবারদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের জিআর ও ভিজিএফ কর্মসূচির আওয়ায় পরিবার প্রতি ১০ কেজি হিসেবে ৪ হাজার ৮১ পরিবারের জন্য ৪০. ৮১ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। শুক্রবার দিনব্যাপী ১ হাজার পরিবারদের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। শনিবার থেকে ৩ হাজার ৮১ পরিবারদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে। এ ছাড়াও যদি কোন পরিবার খাবার জন্য ফোন দেয় তার বাড়িতে খাবার পৌছে দেওয়া হবে।

বিতরণের সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সির নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, পৌর সচিব নুরল ইসলাম মিন্টু, ট্যাগ অফিসার ফরিদ আহাম্মেদ আখন্দসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।