নকলায় অ্যাম্বুলেন্স নিজেই যখন ছিলেন রোগী: নতুন পেয়ে মহাখুশি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বেুলেন্স দীর্ঘদিন যাবৎ নিজেই রোগী হয়ে ছিলেন। তাই উপজেলাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে দীর্ঘদিন। বেসরকারি ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়তি ভাড়া গুনতে হয়েছে অনেকের। গরীব অসহায় পরিবারের সাধ্যের বাইরে ছিল ওইসব ভাড়ায়চালিত অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র একান্ত প্রচেষ্ঠায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন অ্যাম্বুলেন্স পেয়ে মহাখুশি নকলা উপজেলাবাসী।

উপজেলাবাসীর দুঃখের অবসান ঘটিয়ে ১০ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুর সিভিল সার্জন ডা. এ. কে. এম আনোয়ারুর রউফ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, ডা. ওয়াদুদ, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স উপহার পাওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।