উন্নয়নের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে মাদারগঞ্জ

উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

খরকা বিলের ঐতিহ্য সংরক্ষণ করেই এগিয়ে চলছে জামালপুরের মাদারগঞ্জের উন্নয়ন কাজ। প্রশস্ত হওয়াই সড়কের পাশে আগ্রার তাজমহলের আদলে নিমার্ণ করা হবে অত্যাধুনিক মসজিদ।

খরকা বিলের ওপর এলজিইডি’র নির্মানাধীন ১৬০ মিটার দৈর্ঘ্য সেতু, পানি উন্নয়ন বোর্ডের ৭ কোটি টাকা ব্যয়ে খরকা ঝিল ও মির্জা মোস্তফা মিনি স্টেডিয়াম নির্মাণকে ঘিরে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় নতুন রূপে ফিরবে।

২৬ মে দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এ সময় জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মো. মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মাদ ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির উপস্থিত ছিলেন।