বকশীগঞ্জে এক রাতে দুই স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক রাতে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ১৫ জানুয়ারি রাতে পৃথকভাবে বাল্যবিবাহ দুটি বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামের মোফাজ্জল হকের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রুপা আক্তারের (১৪) বিয়ের দিন ১৫ জানুয়ারি ধার্য্য হয়। বিয়ে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে সন্ধ্যা ৭টায় হানা দিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং বাল্যবিবাহের আয়োজন করায় মেয়ের বাবা মোফাজ্জল হককে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

একই রাত ৮টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামের বাদশা মিয়ার মেয়ে আইরমারী মহিলা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী জায়েদা আক্তারের (১৫) বাল্যবিবাহ বন্ধ করা হয়। একই সঙ্গে মেয়ের বাবা বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা করেন এসিল্যান্ড স্নিগ্ধা দাস।

বাল্যবিবাহ দুটি বন্ধের সময় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী ও বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।