বকশীগঞ্জে মুজিববর্ষকে স্মরণীয় রাখতে বৃক্ষ স্মারক রোপণ!

বটবৃক্ষ স্মারক রোপণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এটিকে বটবৃক্ষ স্মারক নাম দিয়ে ১০ জানুয়ারি দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার এলাকায় মুজিববর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বটবৃক্ষটি রোপণ করা হয়। বটবৃক্ষ স্মারক রোপণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সচিব শরিয়তুজ্জামান, ইউপি সদস্য নূরু মিয়া উপস্থিত ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুু জানান, যে মানুষের জন্ম না হলে আমরা নিজেদের বাঙালি নামে পরিচয় দিতে পারতাম না। সেই মহান নেতার জন্মশতবার্ষিকীকে আজীবন স্মরণীয় করে রাখতে একটি বটবৃক্ষ স্মারক রোপণ করা হয়।

এই বটবৃক্ষকে নিজের সন্তানের মত করে যত্ন নিয়ে মুজিববর্ষের স্মৃতিকে ধরে রাখতে চাই বলে জানান চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।