বকশীগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা, ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ।

২৯ ডিসেম্বর উপজেলা পরিষদের সামনে বেলা ১১টায় শুরু করে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী।

মানববন্ধনে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ বকশীগঞ্জ শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, আবদুল আজিজ, নজরুল ইসলাম প্রমুুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।