দুর্যোগে ঝুঁকি নিরসনে দেওয়ানগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান। ছবি : বাংলারচিঠিডট

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুর্যোগে ঝুঁকি নিরসন এবং আমাদের করনীয় বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর গণচেতনা কার্যালয়ে খ্রিস্টান এইডের সহযোগিতায় সিএসও জামালপুর এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, খ্রিস্টান এইডের প্রকল্প ব্যবস্থাপক আঞ্জুম নাহীদ চৌধুরী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, গণচেতনা কর্মকর্তা ফাতেমা নার্গিস, জাবেদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষ, সহসভাপতি নয়াদিগন্ত প্রতিনিধি খাদেমুল ইসলাম, তহসিলদার জয়নাল আবেদীন, চিকাজানী ইউপি সদস্য আব্দুস সলাম, বেলগাছা ইউপি সদস্য আবদুল বারি মন্ডল প্রমুখ।

কর্মশালায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার ৩১ জন সিএসওসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।