শেরপুরে ইউপি চেয়ারম্যানকে হুমকিদাতা গ্রেপ্তার

গ্রেপ্তার শরিফুল ইসলাম শিপ্ত। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজার কাছে চাঁদা দাবি ও তা না দিলে তার ছেলেকে হত্যা এবং গুম করার হুমকিদাতা যুবক শরিফুল ইসলাম শিপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার হয়। গ্রেপ্তার শিপ্ত উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকার নবিজুল হকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সুজার কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অজ্ঞাত এক ব্যক্তি। চাঁদার টাকা না দিলে তার ছেলেকে হত্যা এবং গুম করার হুমকি দেওয়া হয় বিভিন্ন নাম্বার থেকে। পরে সুজা গত ২৮ নভেম্বর নিরাপত্তার স্বার্থে নকলা থানায় একটি জিডি করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।