ফরাসি প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো কোভিড–১৯ পজিটিভ । ১৭ ডিসেম্বর ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল প্যালেস এর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাঁক্রোর করোনা ভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি ইতিমধ্যেই সাতদিনের জন্য আইসোলেশনে চলে গেছেন। গুরুত্বপূর্ণ কাজ আইসোলেশনে থেকেই করবেন বলে জানা গেছে।

১৭ ডিসেম্বর ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, গত কয়েকদিন ধরে ম্যাঁক্রোর শরীরে করোনার প্রাথমিক উপসর্গ ছিল। এরপর প্রেসিডেন্টের নমুনা নিয়ে আরটি–পিসিআর পরীক্ষা করা হয়। তখনই ধরা পড়ে প্রেসিডেন্ট করোনা পজিটিভ। ফ্রান্সে করোনা আক্রান্তদের হাসপাতালের প্রয়োজন না হলে সাতদিনের জন্য নিজেকে আলাদা করে রাখাটাই নিয়ম। সেই অনুযায়ী সাত দিনের আইসোলেশনে চলে গেলেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাঁক্রো গুরুত্বপূর্ণ কাজ আইসোলেশনে থেকেই সারবেন বলে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে।