বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শহরের প্রধান সড়কে জামালপুর পৌর শাখা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘বাংলার মানচিত্র খামছে ধরেছে পুরনো শকুন, ওদের রুখতে হবে’ এই লক্ষ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুর পৌর শাখা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে ৩টায় জামালপুর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হন। পরে সেখান থেকে পৌর আওয়ামী লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর রোডে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সৈয়দ আতিকুর রহমান ছানা ও আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুমনোয়ারা হেনা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হীরু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা প্রমুখ।

বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত স্বাধীনতাবিরোধী মৌলবাদীগোষ্ঠীর ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।