দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে : মির্জা আজম এমপি

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সংগঠন শক্তিশালী না হলে আমাদের যতই জনপ্রিয়তা থাকনা কেন যে কোন নির্বাচনেই আমাদের পক্ষে বিজয় আনা কষ্টকর হতে পারে। তিনি বলেন, জামালপুর পৌর আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে আমি নিজেই দায়িত্ব হাতে নিয়েছি। পৌরসভার সকল ওয়ার্ডকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট কমিটি গঠন করা হচ্ছে। এসময় তিনি সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

৩০ অক্টোবর রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের নবগঠিত সকল ইউনিটি কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সভাপতিত্বে পরিচিতি সভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়কারী মো. জাকির হোসেন রুকু প্রমুখ।

এছাড়া পরিচিতি সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, আবু জাফর শিশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চানসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়। এর আগে নবগঠিত সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানের প্রধান অতিথিকে পরিচায়ক করিয়ে দেওয়া হয়।