দেওয়ানগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সভায় বক্তব্য রাখেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আশেক মারুফ, দেওয়ানগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি যীতেন্দ্র মোহন চন্দ, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, কাউন্সিলর মুক্তিযোদ্ধা প্রসন্ন চন্দ্র সরকার, সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, তারেক মাহমুদ প্রমুখ।

সভায় জানানো হয়, এবার দেওয়ানগঞ্জ উপজেলায় ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।