বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ১৬তম মাসিক সভা ৭ জুলাই দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সঞ্চালনায় এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাওয়া হয় এবং আগামী ঈদুল আযহাকে সামনে রেখে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ রোধে স্টেরয়েড বড়ি বিক্রি বন্ধ করা হয়, চলতি বন্যা মোকাবেলা করার লক্ষ্যে এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।