শেরপুরে ৩৫টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা শনাক্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ৩৫টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা রয়েছেন। তার বাড়ি সদর উপজেলার সূর্যদী গ্রামে। ১৩ জুন রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন ও নালিতাবাড়ীতে ৩ জন রয়েছেন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বাকি রয়েছে ১৫৬টি। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

এখন ৮৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসকদের পরামর্শে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। যারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যকের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে বলেন তিনি।

চিকিৎসক মোবারক আরও বলেন, করোনা সন্দেহে জেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৬৪০টির ফলাফল পাওয়া গেছে।