শেরপুরে ৩২ জন ভিক্ষুককে ঈদ সামগ্রী দিলো গ্রামীণ ব্যাংক

শেরপুরে হত দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে গ্রামীণ ব্যাংক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ৩২ জন হত দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নীর ব্যাংকটির শাখা কর্মকর্তারা ওইসব সামগ্রী বিতরণ করেন। ১২ মে দুপুরে ব্যাংকের কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

উদ্বোধনের প্রথম দিনে হতদরিদ্র ও ভিক্ষুকরা পায় ৩০ কেজি চাল, চার কেজি ডাল, দুই লিটার তেল, আট কেজি আলু, চার কেজি পেঁয়াজ, দুই কেজি লবণ, চারটি সাবান ও নগদ ছয়’শ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এলাকা ব্যবস্থাপক সামছুল হক, জেলা পরিষদ সদস্য চিকিৎসক বেলাল চৌধুরী, নন্নী ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান রিটন, ব্যাংকের নন্নী শাখার ব্যবস্থাপক আব্দুল জলিল, নয়াবিল শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও ব্যাংকের কর্মচারী সমিতির শেরপুর জোনের প্রতিনিধি মনিরুজ্জামানসহ অনেকে।