নকলায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ

হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন রোটারী ক্লাব অব ঢাকা পূবার্শা’র সভাপতি সৈয়দা লুবানা নাজ আলম। ছবি : শফিউল আলম লাভলু

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে রোটারী ক্লাব অব ঢাকা পূবার্শা’র উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ বিতরণ করা হয়েছে।২৭, ২৮ ও ২৯ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের জনগণের মাঝে এসব বিতরণ করা হয়।

এ সময় রোটারী ক্লাব অব ঢাকা পূবার্শা’র সভাপতি সৈয়দা লুবানা নাজ আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোটারী ক্লাব অব ঢাকা পূবার্শা’র সভাপতি সৈয়দা লুবানা নাজ আলম জানান, রোটারী ক্লাব অব বনানী, রোটারী ক্লাব অব ফরিদপুর ও রোটারী ক্লাব অব ঢাকা রোজ ভেলী এই তিন ক্লাবের সহযোগিতায় আমরা আজ ২ হাজার মানুষের মাঝে এসব বিতরণ করি।