করোনার কারণে উন্নয়ন সংঘের চাইল্ড সিটি বন্ধ ঘোষণা

উন্নয়ন সংঘের চাইল্ড সিটি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে জামালপুরের অন্যতম বিনোদন পার্ক উন্নয়ন সংঘ চাইল্ড সিটি ১৯ মার্চ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ১৯ মার্চ সকালে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ চাইল্ড সিটিতে প্রতিদিন লোক সমাগম হয়। উন্নয়ন সংঘ কর্তৃপক্ষ কোনোরুপ ঝুঁকি না নিয়ে প্রথম পর্যায়ে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে বন্ধের মেয়াদ আরো বৃদ্ধি করা হবে।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম বাংলারচিঠিডটকমকে জানান, উন্নয়ন সংঘ সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সকল কর্মী, উপকারভোগীসহ সকলকে সতর্ককরণের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক ভিত্তিক প্রচারণামূলক কাজ করছে। চাইল্ড সিটিতে যেহেতু লোক সমাগম হয় এই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।