বকশীগঞ্জে রি-কল ২০২১ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সরকারি কর্মকর্তা

রি-কল ২০২১ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাঠ পর্যায়ে উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সিবিও সদস্যদের সাথে মতিবিনিময় করেছেন সরকারি দুই কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ ও উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল পরিদর্শন কার্যক্রম উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামের প্রদীপ উন্নয়ন সংঘের সদস্যদের সাথে মতবিনিময় ও সদস্যদের বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন।

বকশীগঞ্জের বালুরচর গ্রামে রি-কল ২০২১ প্রকল্পের সদস্যদের সবজি ক্ষেত পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা। ছবি : বাংলারচিঠিডটকম

তারা কপি ক্ষেত, বেগুন ক্ষেত, আমের বাগান, কেঁচো কম্পোস্ট প্রদর্শনী নিয়ে সিবিও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সিবিও নিবন্ধন করার আশ্বাস দেন।

এ সময় উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, বালুরচর প্রদীপ উন্নয়ন সংঘের সভাপতি শিউলি আক্তারসহ সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।