শ্রেষ্ঠ অধিদপ্তর নির্বাচিত হওয়ায় জামালপুর জেলা সমাজসেবার আনন্দ শোভাযাত্রা

জামালপুরে জেলা সমাজসেবার আনন্দ শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আইসিটি খাতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ দিবসে সমাজসেবা অধিদপ্তরকে শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কার প্রদান করায় ৯ জানুয়ারি জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

এছাড়া শোভাযাত্রায় অংশ নেন শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্য্য, অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, বন্ধু সংস্থার খোরশেদ আলম, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ সমাজসেবা পরিবারের বিভিন্ন পর্যায়ের শিশু, কিশোর, উপকারভোগী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক মানুষ।

শোভাযাত্রায় ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোগানসহ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বর্তমান সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন ভাতাসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবর্ণনা দেওয়া হয়।