আর প্রোগ্রামের উদ্যোগে বার্ষিক শীতবস্ত্র বিতরণ

দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আর প্রোগ্রামের প্রতিষ্ঠাতা রাফি ইসলাম ও আর প্রোগ্রামের উপদেষ্টা এলিনা। ছবি : বাংলারচিঠিডটকম

ইউসুফ খান সাগর, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের সামাজিক সংগঠন আর প্রোগ্রামের উদ্যোগে ৩ জানুয়ারি সকালে বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী জুরিস ডক্টর রাফি ইসলাম।

জামালপুর শহরের শেরপুর ব্রিজের নীচে যমুনা নদী ভাঙ্গনে ঘরবাড়ি বিহীন মানুষ যারা খোলা আকাশের নীচে পলিথিন, পুরনো কাপড় দিয়ে ছোট ঘর বানিয়ে থাকে এবং গরু ছাগলের হাট সংলগ্ন মুনসীগঞ্জের নদীভাঙ্গা মানুষের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করেন এবং শেরপুর শহরের জেলা কারাগারের সামনে দমদমা কালিগঞ্জ, দমদমা মোড়ে হাসানের দোকান থেকে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন আর প্রোগ্রামের উপদেষ্টা এলিনা। ছবি : বাংলারচিঠিডটকম

কম্বল বিতরণের সময় আর প্রোগ্রামের প্রতিষ্ঠাতা জুরিস ডক্টর রাফি ইসলাম ছাড়াও আর প্রোগ্রামের উপদেষ্টা রাশিয়া বংশোদ্ভূত স্যামসং এর কোরিয়া কার্যালয়ে কর্মরত এলিনা, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য জাকির হোসেন দুলাল ও বস্ত্র বিতরণ বাস্তবায়নকারী ইউসুফ খান সাগর উপস্থিত ছিলেন।