জামালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল টাকা ও ঢেউটিন

আর্থিক সহায়তার চেক তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জামালপুর সদর উপজেলার অতিদরিদ্র পরিবার ও প্রতিষ্ঠান ৯ লাখ টাকা ও ৩০০ বান্ডিল ঢেউটিন সহায়তা পেয়েছে। ১৬ নভেম্বর দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদেরকে এ সহায়তা দেওয়া হয়।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদরের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথির সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক ও ঢেউটিন বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জামালপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবার ও কয়েকটি প্রতিষ্ঠানের মাঝে এ সহায়তা দেওয়া হয়।