সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপিত

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ১ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, চেক ও সনদ বিতরণ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন পাঠান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা সমবায় কর্তকর্তা আব্দুল হালিম, আরাম নগর কামিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষিত চারটি যুব সংগঠনের মাঝে অনুদান ও ঋণের চেক বিতরণ করা হয়।