নকলায় মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক মাদক ব্যবসায়ী আজাদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. আজাদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ২১ অক্টোবর এ সাজা দেওয়া হয়।

জানা গেছে, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. জাহিদুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় ২১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আজাদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ১৪৫ গ্রাম ওজনের ১৩ পুড়িয়া গাঁজাসহ আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজাদি মিয়া নকলা পৌরসভার চরকৈয়া গ্রামের আলকাছ আলী ওরফে আলমাছ মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. জাহিদুর রহমান বাংলারচিঠিডটকমকে জানান, দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।