জামালপুরে কলেজছাত্রীকে উত্যক্তকারী সাব্বির আটক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে এক কলেজছাত্রীকে উত্যক্ত ও মারধরের ঘটনায় সদর থানায় অভিযোগ করেছে ছাত্রীর বাবা। ১ অক্টোবর জামালপুর জিলা স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশ সন্ধ্যায় সাব্বিরকে আটক করেছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের পাথালিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে বখাটে যুবক সাব্বির হোসেন (১৮) প্রায় তিনবছর ধরে প্রতিবেশী এক কলেজছাত্রীকে উত্যক্ত করে আসছিলেন। ওই ভিকটিম সরকারি জাহেদা সফির মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ছাত্রীটি স্কুলে পড়ার সময় থেকেই কুপ্রস্তাব ও প্রেম নিবেদন করত। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে সাব্বির ও তার বন্ধুরা তাকে ভয়ভীতি ও অপহরণের হুমকিও দেয়। ওই ছাত্রী ১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর জিলা স্কুলে জাতীয় পরিচয় পত্রের ছবি তুলে বাড়ির দিকে যাচ্ছিলেন। জিলা স্কুলের গেট থেকে বের হয়ে রাস্তায় এলে ওই ছাত্রীকে নাম ধরে ডাক দেয় সাব্বির। ডাকে সাড়া না দিলে পেছন থেকে এসে ছাত্রীটির হাত ধরে টানাহেঁচড়া করে সে। ছাত্রীটি হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলে ছাত্রীটির গালে চড়-থাপ্পর দেয় সাব্বির। ছাত্রীটির ডাক-চিৎকারে পথচারী ও আশেপাশের লোকজন এগিয়ে এলে সাব্বির ও তার বন্ধুরা অপহরণের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানালে বিকেলে সদর থানায় অভিযোগ করেন ছাত্রীটির বাবা। ১ অক্টোবর সন্ধ্যায় পাথালিয়ার বকুলতলা থেকে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সাব্বিরকে গ্রেপ্তার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাব্বিরকে আটক করা হয়েছে।