জামালপুরে জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

জামালপুর জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে বন্যাদুর্গত এলাকায় ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতি। ২৬ জুলাই জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের গুদাশিমলা পাঠানপাড়া গ্রামে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী রাশেদুল ইসলাম খোকন।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী মাহমুদুল হাসান পলাশ, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, সদস্য সচিব আশরাফুল আলম, যুগ্মআহ্বায়ক মেজবাহ উদ্দিন শাকিল, এস এম রুহুল আমিন মামুন, খালিদ হাসান লায়ন, সদস্য উত্তম কুমার সাহা, মাহমুদুল হাসান শামীম, নাজমুন নাহার রেখা, জাহাঙ্গীর আলম, আল মোজাহিদ বাবু প্রমুখ।

পরে নৌকা দিয়ে ঘোষেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। দিনব্যাপী এ ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন জেলা শিক্ষানবিশ আইনজীবী সমিতির আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ।

ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি করে চিড়া, আধা কেজি মুড়ি, ৩০০ গ্রাম গুড়, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ বড়ি। এছাড়া শিশুদের মাঝে ২৫০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে।