সরিষাবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত

অনুষ্ঠানের অতিথিদের প্রতি অটিজম শিশুদের অভিবাদন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিশ্ব অটিজম সচেতনা দিবস এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা আয়োজন করে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানুর সভাপতিত্বে বিশ্ব অটিজম সচেতনার উপর বক্তব্য রাখেন সরিষাবাড়ীর পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাক আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক আব্দুল হালিম, সাবেক কমিশনার শফিকুল ইসলাম, আনসার বিডিবির সাবেক কর্মকর্তা আসাদুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শিক্ষক মন্টু লাল তেওয়ারি প্রমুখ।

দৌড় প্রতিযোগিতায় অটিজম শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

পরে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রতিযোগিতায় প্রায় একশত শিক্ষার্থী ২০টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।