জামালপুরে দুই করাতকল মালিককে জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের স্টেশন বাজার ও চাপাতলা ঘাট এলাকায় ২৪ মার্চ অভিযান চালিয়ে দুই করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সনদবিহীন করাতকল পরিচালনার অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টেশন বাজার ও চাপাতলা ঘাট এলাকায় সনদবিহীন করাতকল পরিচালনার অপরাধে দুই করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। করাতকল মালিকেরা হলেন স্টেশন বাজার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. কবির আহম্মেদ (৩২) ও বগাবাইদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. সোজা মিয়া (৫৫)।

২০১২ সালের করাতকল (লাইসেন্স) বিধিমালার ৩ এর (১) ও (১২) ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।