জামালপুরে ড্রেনেজ সমস্যা নিয়ে গোলটেবিল বৈঠক

জামালপুরে ড্রেনেজ সমস্যা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ সকালে শহরের বাইপাস মোড়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জামালপুরের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এলামনাই রাজনৈতিক ফেলো এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

রাজনৈতিক ফেলো জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন এবং রাজনৈতিক ফেলো জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, কাউন্সিলর সায়মা হামজা সিমি, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী, জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আউয়াল ডনি, জেলা ছাত্রলীগে নেতা সাদিকুল ইসলাম কাঞ্চন, সাংবাদিক মুকুল রানা ও সাংবাদিক শওকত জামান প্রমুখ।

জামালপুরে ড্রেনেজ সমস্যা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক। ছবি : বাংলারচিঠি ডটকম

গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়ক নিরুপমা ভৌমিক।

গোলটেবিল বৈঠকে বক্তারা স্থানীয় ড্রেনেজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে পৌর কর্তৃপক্ষের প্রতি সমাধানের বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন।