জামালপুর জেলা পরিষদের সনদ পেল প্রশিক্ষণার্থীরা

সনদপত্র দিচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা পরিষদের উদ্যোগে ৬ মাস মেয়াদী দর্জিবিজ্ঞান, কম্পিউটার, বিউটিফিকেশন ও স্পোকেন ইংলিশ বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সনদপত্র দিচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হাজি মো. দুলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমান, যুগ্মসম্পাদক সালেহ সফিক গেন্দা ও সদস্য মো. জিল্লুর রহমান, ইংলিশ স্পোকেন প্রশিক্ষক রেদোয়ান খালেদ রাজিব, প্রশিক্ষণার্থী শুভ ইসলাম প্রমুখ।

সনদপত্র নিতে আসা প্রশিক্ষণার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

আলোচনা সভা শেষে জেলা পরিষদের আত্ম-কর্ম সংস্থান, জীবন দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চারটি বিভাগে ১৪৭ জন প্রশিক্ষণার্থী ছেলে-মেয়েদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।