ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে কর্মীদের প্রস্তুুত থাকতে হবে : মির্জা আজম

মির্জা আজম

জাহিদুর রহমান উজ্জ্বল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে হবে। যাতে জামাত বিএনপি অথবা জঙ্গীরা কোনো রকম নাশকতা না করতে পারে।

৯ ডিসেম্বর সকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ যৌথ কর্মী সভায় প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, এই নির্বাচন হলো উন্নয়নের নির্বাচন, বিজয়ের মাসে এই নির্বাচনে আওয়ামী লীগের জয় হবেই। বিএনপি এই নির্বাচন নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা নিজেদের নাম নিশানা হারিয়ে ওই বাতিল মালের সাথে ঐক্য করেছে। ওইসব জনবিচ্ছিন্ন নেতারা সব দলের স্বাদ গ্রহণ করে এখন যুদ্ধাপরাধিদের দলে ভিড়েছে।

তিনি আরো বলেন, সারা দেশে নির্বাচনী উৎসব চলছে। আর বিএনপির অফিসে চলছে ভাংচুর।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে মেলান্দহ ও মাদারগঞ্জের ভোটারদের নিরাপত্তায় আওয়ামী লীগের হাজার হাজার কর্মী প্রস্তুত থাকবে। যেন কোনো ভোটার হয়রানীর শিকার না হয়। এই আসনে জামাত বিএনপির পেতাত্মা ঐক্যফ্রন্ট কোনো নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।