জামালপুরে বিএনপির বর্ধিত সভা

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌর বিএনপি বিশেষ বর্ধিত সভা করেছে। ১ ডিসেম্বর সকালে শহরের বাইপাস সড়কে একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি মেনে নেয়নি। শত বাঁধা এবং নানা প্রতিকুলতার মাঝেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপি এ নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জামালপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী আনোয়ারুল করিম শাহজাহান, শহীদুল হক খান দুলাল, সফিউর রহমান সফি ও রুহুল আমিন মিলন প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল।


বাংলারচিঠি ডটকমের ফেসবুক পাতাগুগলপ্লাস পাতা