জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৩২ হাজার গ্রাহকের ৭২০ কোটি ৫৩ লাখ টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
১৬ নভেম্বর, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিভিন্ন সমবায় সমিতির কয়েক হাজার গ্রাহক ও টাকা উদ্ধার কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।এ সময় গ্রাহকেরা জমাকৃত অর্থ ফেরতের দাবিতে বিভিন্ন স্লোগান ধরেন।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমানতের অর্থ উদ্ধার কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, সদস্য মাহাবুব আলম রতন ও সোনা মোল্লা প্রমুখ।
আমানতের অর্থ উদ্ধার কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ বাড়ি ফিরে যাবে না। আমরা সমিতির পরিচালকদের গ্রেপ্তার এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত: ১১ নভেম্বর, মঙ্গলবার ২৩টি সমবায় সমিতির প্রায় ৩২ গ্রাহকের আমানতের ৭২০ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধারের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করে ভুক্তভোগী গ্রাহকেরা। টানা তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সহ কৃষি, নির্বাচন, সমাজসেবা, এলজিইডি, সাবরেজিস্ট্রি, প্রকল্প বাস্তবায়ন, হিসাবরক্ষণ, পোস্ট অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল, পল্লী উন্নয়ন, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, মৎস্য, আনসার-ভিডিপি, দরিদ্র বিমোচন, বন বিভাগ, খাদ্য নিয়ন্ত্রক, আইসিটি, সমবায়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি দপ্তরগুলো ঘেরাও করে রাখে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দু’দিন কর্মসূচি স্থগিত রাখা হয়। দু’দিন বিরতির পর ১৬ নভেম্বর ফের সমিতির গ্রাহকেরা উপজেলা পরিষদ ঘেরাও করেন। এতে সরকারি দপ্তরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 















