জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। বকশীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে ৩ নভেম্বর, সোমবার লিখিত আদেশ জারি করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ৫ নভেম্বর, বুধবার বিকালে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০২৪ সালে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
হামিদুর রহমান ফর্সা দায়িত্ব নেয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন ইউপি সদস্যরা। এ নিয়ে ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। এতে করে পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। এ অবস্থায় সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাকে প্যানেল থেকে সরিয়ে দিতে আবেদন করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে জনস্বার্থে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ নভেম্বর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োআদেশ দেন। প্রশাসককে যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে নির্দেশনাও দেওয়া হয়।
প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার পর ৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান এ প্রতিবেদককে বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা করে যাব। নিলাখিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা চাই।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















