ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর, সোমবার সন্ধ্যায় ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামালপুরের পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মেলান্দহ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জামালপুর জেলায় মনোনয়ন পেয়েছেন : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়ার পর থেকে জামালপুর জেলার পাঁচটি আসনেই নেতা-কর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের যে নেতা-কর্মীরা মাঠে থেকে কাজ করেছেন। বিভিন্ন মামলা-হামলা ও ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করে রেখেছেন। কেন্দ্র তাদের মূল্যায়ন করেছেন। এজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক দিন পর উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এটা প্রত্যাশা করি।

এদিকে মাদারগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম জানিয়েছেন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মোস্তাফিজুর রহমান বাবুলের মনোনয়ন পাওয়ার খবরে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান বাবুল। এটা তার প্রাপ্য ছিল। কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। দলের দুঃসময়ে তিনি ছিলেন নেতাকর্মীদের ভরসাস্থল। তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রার্থী ঘোষণা করায় মেলান্দহ-মাদারগঞ্জের তৃণমূলের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জামালপুরে পাঁচটি আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ১০:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর, সোমবার সন্ধ্যায় ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামালপুরের পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মেলান্দহ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জামালপুর জেলায় মনোনয়ন পেয়েছেন : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়ার পর থেকে জামালপুর জেলার পাঁচটি আসনেই নেতা-কর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের যে নেতা-কর্মীরা মাঠে থেকে কাজ করেছেন। বিভিন্ন মামলা-হামলা ও ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করে রেখেছেন। কেন্দ্র তাদের মূল্যায়ন করেছেন। এজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক দিন পর উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এটা প্রত্যাশা করি।

এদিকে মাদারগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম জানিয়েছেন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মোস্তাফিজুর রহমান বাবুলের মনোনয়ন পাওয়ার খবরে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান বাবুল। এটা তার প্রাপ্য ছিল। কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। দলের দুঃসময়ে তিনি ছিলেন নেতাকর্মীদের ভরসাস্থল। তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান বাবুলকে প্রার্থী ঘোষণা করায় মেলান্দহ-মাদারগঞ্জের তৃণমূলের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।