জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় ও দু:স্থদের মাঝে বিতরণের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর, শনিবার বিকালে উপজেলা পরিষদ থেকে তালিকাভুক্ত এতিমখানা ও মাদরাসায় দুম্বার মাংস বিতরণ করা হয়। এবার ইসলামপুর উপজেলার এসেছে ৪৩ কার্টন দুম্বার মাংস।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-শেফা, বিভিন্ন মাদরাসার মোহতামিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুম্বার মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে আসা দুম্বার মাংস এতিমখানা, মাদরাসা ও দু;স্থ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি। অসহায় ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















