জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে ইউনিয়ন যুবদলের আয়োজনে তারাটিয়া বাজার এলাকায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আলাউদ্দিন আল মামুন, প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মো. দেওয়ান আলতাফ।
পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইমদাদুল হক মিলন মন্ডল, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আক্রাম হোসেন, হুমায়ুন কবীর প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান সাইদুর রহমান।
প্রধান বক্তা পৌর যুবদলের আহবায়ক মো. দেওয়ান আলতাফ বলেন, ১৭ বছর স্বৈরাশাসক শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেল হাজত খাটিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পার্শ্ববর্তী দেশে থেকে তিনি নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন। ষড়যন্ত্র প্রতিরোধ করতে বিএনপি রাজপথে আছে।
অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আলাউদ্দিন আল মামুন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে নির্বাচিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবদলের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সবাইকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















