জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়ায় সোহাগ স্মৃতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৪ অক্টোবর, শুক্রবার বিকালে বিনন্দেরপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় বিনন্দেরপাড়ার কাজি ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লাপাড়া লোটাস স্পোর্টিং ক্লাব।
ফাইলান খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণে নতুন করে স্বপ্ন দেখছি। যে বাংলাদেশ আগামীতে সুন্দর, উন্নত, সমৃদ্ধ জনগণের বাংলাদেশ হবে। মানবিক বাংলাদেশ হবে। মাদকমুক্ত বাংলাদেশ হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে।
তিনি আরও বলেন, সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে আমাদের আগামীদিনের ভবিষ্যৎ ছাত্র, তরুণ, যুব সমাজকে মাদকমুক্ত দেশপ্রেমিক সন্তান হিসাবে তৈরি হবে। এই মাদকমুক্ত দেশপ্রেমিক সন্তান, উদার মানসিকতার সন্তান গড়ে তোলার জন্য খেলাধুলাচর্চার কোন বিকল্প নেই।
এর আগে ফাইনাল খেলা উদ্বোধন করেন পাড়পাড়া মোহাম্মদিয়া রাইস মিলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. শফিকুল ইসলাম সুমন।
সোহাগ স্মৃতি সংঘের সভাপতি মো. বিল্লাল হোসেন রিপনের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মিলন। এছাড়াও অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান, কেন্দুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন, সোহাগ স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. ওমর খৈয়াম অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী আলোচনা সভা শেষে প্রধান অতিথি আইনজীব শাহ মো. ওয়ারেছ আলী মামুন এই ফুটবল টুর্নামেন্টের চ্যম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে একটি করে পুরস্কারের খাসী ছাগল বিতরণ করেন। এছাড়াও সেরা দর্শকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
স্থানীয় ও দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক এই ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















